সম্প্রতি ইমেজ সার্চ ইঞ্জিনের চেহারা বদলে ফেলেছে গুগল। কারিগরি প্রয়োজনে কিছু ইউআই পরিবর্তন করলেও আমূল কোনো পরিবর্তন আনা হয়নি।
গুগলের প্রতিটি কার্যক্রম সবসময়ই প্রতিযোগিতামূলক। সে হিসেব থেকে গুগলের মূল প্রতিপক্ষ এখন মাইক্রোসফট এর বিঙ সার্চ ইঞ্জিন। অনেকে গুগলের বদলে যাওয়া চেহারাকে মাইক্রোসফট বিঙ এর সঙ্গে তুলনা করছে। গুগল মূলত মাইক্রোসফট বিঙ কে অনুসরণ করছে। উল্লেখ্য, ব্যবহারকারী যখন বিঙ এ সার্চ রেজাল্ট পেতে স্ক্রল ডাউন করে তখন একের পর এক পৃষ্ঠা প্রদর্শিত হয়।
বিপরীতে গুগল কিছুটা ম্যানুয়াল পদ্ধতিতে তৈরি করেছে ইমেজ পেজ। পেজের নিচের অংশে বাটন আছে। গুগল এর মনোন্নয়নে থাকছে বিশেষ কিছু ফিচার। যেখানে ব্যবহারকারী থাম্বনেইলের মাধ্যমে ইমেজ দেখতে পাবে। গুগল সূেত্র জানা যায়, এ সেবা শুধু উচ্চক্ষমতার রেজ্যুলেশন পর্দার উপযোগী। একই রকমের ইমেজ এর জন্য আছে বিশেষ সব অপশন। যখন মাউস পয়েন্টার ব্যবহারকারীর থাম্বনেইলে অপেক্ষমান থাকবে। তখন একটি ইমেজের বিভিন্ন চেহারা উপস্থিত হবে। যে কোনো ইমেজে একবার কিক করলেই নতুন পেজ পাওয়া যাবে। ফলে একসঙ্গে অসংখ্য ইমেজ প্রদর্শিত হবে। ইমেজের বাহিরের দিকে যে কোনো অংশে কিক করলেই মূল পৃষ্ঠা উপস্থিত হবে। ফলে ব্যবহারকারীরা আরও বেশি সার্চ সোর্স থেকে ছবি সংগ্রহ করতে পারবে।
গুগল ইমেজ ফিচারে যুক্ত করছে নতুন বিজ্ঞাপন ব্যবস্থা। ইতিমধ্যে গুগল নতুন ইমেজ সার্চ অ্যাড নামের সেবাটি চালু করেছে। এ সেবা শুধু গুগল ইমেজে উপভোগ করা যাবে। তাছাড়া ব্যবহারকারীরা টেক্সট লাইনে থাম্বনেইল ইমেজ অন্তর্ভুক্ত করতে পারবে। গুগলের ইমেজ প্রোডাক্ট ম্যানেজার নেট স্মিথ ব্লগে লিখেছেন, গুগলের সদ্য পরিবর্তনে ব্যবহারকারীরা সুনির্দিষ্ট সব ধরনের ইমেজ খুঁজে পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৪১৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১০