ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সফট আপডেট :.

সুইডেন আইসিটি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১১
সুইডেন আইসিটি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

সুইডেন স্টকহোমে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইজিফেয়ারস আইটি ম্যাসোর’ শীর্ষক তথ্যপ্রযুক্তি প্রদর্শনী।

এ প্রদর্শনীতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) অংশ নেয়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে বেসিস সদস্যের ৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। এছাড়া ৬টি প্রতিষ্ঠান অংশ নেয় পর্যবেক্ষক হিসেবে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে বিটস সলিউশনস, বিজনেস অটোমেশন, সিএসিটিএস, করপোরেট আইটি, অ্যাথিক্স অ্যাডভান্সড টেকনোলজি, আইবিসিএস প্রাইমেক্স সফটওয়্যার বাংলাদেশ, ইনফরমেশন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালট্যান্টস বাংলাদেশ এবং দ্য ডাটাবিজ সফটওয়্যার।

উল্লেখ্য, পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হচ্ছে অ্যাপ্রোসফট কনসালটিং অ্যান্ড ট্রেনিং করপোরেশন, দেমশাটি কোম্পানি, ডিপিসি ইনফরমেশন টেকনোলজি সেন্টার লিমিটেড, ই-সফট, মজুমদার আইটি, আপলোড ইয়োরসেলফ সিস্টেমস।

এই প্রথমবার বেসিস সুইডেনে অনুষ্ঠিত কোনো আইটি প্রদর্শনীতে অংশগ্রহণ করল।

এ প্রদর্শনীতে বিজনেস আইটি, টেলিকম ও মোবিলিটি, আইটি সিকিউরিটি, আইটি অবকাঠামো, ইন্টারনেট এক্সপো এবং ডিজিটাল মার্কেটিং শীর্ষক ভিন্ন ভিন্ন জোনে শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে বেসিস অংশগ্রহণকারীরা দেশের তথ্যপ্রযুক্তি সেবা সুইডেনসহ ইউরোপভুক্ত দেশগুলোতে রপ্তানিসহ দেশের তথ্যপ্রযুক্তি শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে নতুন দ্বার উন্মোচন করবে হবে বলে বেসিস অংশগ্রহণকারীরা আশা প্রকশ করেছেন।

এছাড়াও স্টকহোমে বাংলাদেশ দূতাবাসে একটি নেটওয়ার্কিং সেশন অনুষ্ঠিত হয়। এতে বেসিস সদস্যরা ছাড়াও সুইডেনের আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক এবং দূতাবাসের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ প্রদর্শনীতে বেসিস প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বেসিস সহসভাপতি ফারহানা এ রহমান এবং পরিচালক শেখ কবির আহমেদ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক (মেলা) আখতারুজ্জামান খান কবির প্যাভিলিয়ন পরিচালক হিসেবে এ প্রদর্শনীতে অংশ নেন।

বাংলাদেশ সময় ২১০২, মার্চ ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।