ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অপ্রাপ্তবয়স্ক শিশুদের বাদ দিচ্ছে ফেসবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১
অপ্রাপ্তবয়স্ক শিশুদের বাদ দিচ্ছে ফেসবুক

মেলবোর্ন: প্রতিদিন অপ্রাপ্ত বয়স্ক প্রায় ২০ হাজার শিশুকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে বাদ দেওয়া হচ্ছে বলে সম্প্রতি এ প্রতিষ্ঠানটি থেকে প্রকাশ করা হয়। মূলত সাইটটিতে যোগ দেওয়ার জন্য বয়স নিয়ে ভুল তথ্য দেওয়ায় তাদের বাদ দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।



একইসঙ্গে অপ্রাপ্ত বয়স্কদের সাইটিতে যোগ দেওয়া ঠেকাতে তাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলেও সামাজিক এ যোগাযোগ মাধ্যমটি স্বীকার করে।

এদিকে অস্ট্রেলিয়ার এক তৃতীয়াংশ জনগণ প্রতিদিন এ সাইটটি ব্যবহার করে বলেও জানিয়েছে তারা। দ্য হেরাল্ড সান সংবাদপত্র এসব তথ্য প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।