ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পানি নিরোধক ইউএসবি পেন ড্রাইভ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১১

বিখ্যাত এডেটা ব্র্যান্ডের এস১০১ মডেলের ইউএসবি পেন ড্রাইভ। ওজন মাত্র ৪ গ্রাম।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ পেন ড্রাইভে আছে উন্নতম কারুকার্যের কালো চামড়ার বহিরাবরণ। ক্যাপলেস ডিজাইনের এ পেন ড্রাইভে সøাইডিং বাটন থাকায় ইউএসবি কানেক্টরটিকে কভারের মধ্যে ঢুকিয়ে সুরতি রাখা যায়। এ পেন ড্রাইভে ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক ‘চিপ অন বোর্ড’ প্রযুক্তি যা পানি প্রতিরোধক।

এ মডেলের ৪ এবং ৮ গিগাবাইট পেন ড্রাইভ বাজারে বিদ্যমান। এ মুহূর্তে দাম ৪ জিবির দাম ৬০০ এবং ৮ জিবির দাম ১ হাজার ৫০ টাকা। অনুসন্ধানে : গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো : ০১৭১৩ ২৫৭৯০৪।

বাংলাদেশ স্থানীয় সময় ১৯৫৮, মার্চ ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।