ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাগেরহাটে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৪
বাগেরহাটে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

বাগেরহাট: জেলা প্রশাসন ও সনাকের যৌথ উদ্যোগে বাগেরহাটে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
 
সোমবার (৮ ডিসেম্বর) সকালে শহরের স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মু. শুকুর আলী।



পরে স্বাধীনতা উদ্যানে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাটে সনাকের সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা, সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী ও ইয়েস সদস্য মো. সুরুজ খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য অধিকার মানুষের অনেকগুলো অধিকারের মধ্যে অন্যতম। তথ্য জানা থাকলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, তথ্য না জানার কারণে অনেক ক্ষেত্রে দুর্ভোগ ও দুর্নীতির শিকার হতে হয়। এক্ষেত্রে তৃণমূল পর্যায়ে তথ্য অধিকার আইনের ধারাগুলো সম্পর্কে প্রচার করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সুশীল সমাজ, গণমাধ্যম এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মু. শুকুর আলী বলেন, তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষ আগের তুলনায় অনেক সচেতন হয়েছেন। সরকার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে বাগেরহাটের জেলা ওয়েবসাইটে জেলার সব তথ্য দেওয়া রয়েছে। সেখান থেকে মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য পেতে পারে।

সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রদানকারী ২০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মঙ্গলবার বিকেলে এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।