ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাজশাহীতে বিসিএস ডিজিটাল এক্সপো শেষ হচ্ছে রোববার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪
রাজশাহীতে বিসিএস ডিজিটাল এক্সপো শেষ হচ্ছে রোববার

রাজশাহী: রাজশাহীতে পাঁচ দিনব্যাপী বিসিএস ডিজিটাল এক্সপো শেষ হচ্ছে রোববার।

বিকেল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।



বিকেল সাড়ে চারটায় এক্সপো’র সমাপ্তি ঘোষণা করা হলেও রাত ৮টা পর্যন্ত এই মেলা আগত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

এদিকে, মেলার চতুর্থ দিনে শনিবার (২০ ডিসেম্বর) ঘরে বসে ‘আয়ের উৎস’- শীর্ষক সেমিনারের আয়োজন করে নর্থ বেঙ্গল আইটি লিমিটেড। সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য থেকে ২৫ জনকে স্কলারশিপ প্রদান করছে নর্থ বেঙ্গল আইটি লিমিটেড।

এছাড়াও বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার পক্ষ থেকে ২০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আবুল ফজল কাশেমী বলেন, মেলায় প্রবেশ ‘ফি’ নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। মেলার শেষ দিন অর্থা‍ৎ রোববার (২১ ডিসেম্বর) প্রবেশ টিকিটের ওপর ৠাফেল ড্র’য়ের মাধ্যমে আকর্ষণীয় ১০টি পুরস্কার প্রদান করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।