ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হট বিটস :.

বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন ফুরাচ্ছে

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, এপ্রিল ৪, ২০১১
বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন ফুরাচ্ছে

ঢাকা: জনপ্রিয় অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য খবরটি হতাশার। দ্রুতই ফুরিয়ে আসছে বিনামূল্যে ফেসবুক ব্যবহারের দিন।

চাইলেই ফেসবুকে ছবিটি তুলে দেওয়া, মন্তব্য লেখা, এটা সেটা পোস্ট করার সুযোগ আর থাকছে না। সম্প্রতি ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের বক্তব্যে এমনটাই প্রকাশ পেয়েছে। খবর টেকট্রি ডটকম।

জুকারবার্গ ইঙ্গিত দিয়েছেন, এ সাইটের অ্যাকাউন্টধারীরা নির্ধারিত মুল্য পরিশোধের বিনিময়ে ফেসবুকের সেবা উপভোগ করতে পারবে। ফেসবুক ক্লাউড সার্ভারে নির্দিষ্ট পরিমানে ডাটা যেমন ফটো, ভিডিও সংরক্ষণ করতে পারবে। অবশ্য ব্যানার ও পপ-আপ অ্যাড এর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না।

নতুন করে এ সেবায় রাখা হবে দুটি অপশন। এর একটি হচ্ছে ফ্রি এবং অন্যটি প্রো। ফ্রি অপশনে অ্যাকাউন্ট ব্যবহারকারীরা ফটো এবং লিঙ্ক ব্যবহারের সুযোগ পাবে কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে।

অপশনে ব্যবহারকারীরা প্রত্যেক লগইনেই তার পরিশোধিত অর্থের মধ্যে কতটা খরচ হলো কতটা অবশিষ্ট থাকলো তা বার্তা আকারে পেয়ে যাবে। তবে সব মিলিয়ে খরচ কোনো পর্যায়েই ১০ ডলারের বেশি হবে না এমনটাই জানিয়েছে ফেসবুক।  

প্রো অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্যবহারকারীরা কোনপ্রকার আকার এবং গুণগতমানের ঝামেলা ছাড়াই পোস্ট, শেয়ার এবং ভিডিও দেখতে পারবে। ফেসবুক জানিয়েছে, মে মাস থেকেই কার্যক্রম শুরু করা হবে।  

নতুন ‘পেইড অ্যাকাউন্ট’ প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে শুরু করা হবে। যেখানে ব্যবহারকারীরা ইচ্ছানুযায়ী ফটো এবং ভিডিও আপলোডের সুবিধা পাবে। পরে ধীরে ধীরে ফেসবুক বিশ্বব্যাপি এটি সম্প্রসারিত করবে।

বর্তমানে ফেসবুকের ব্যবহার, বিজ্ঞাপন দেওয়া, উন্নয়নে ভূমিকা রাখা ছাড়াও বিভিন্নভাবেই এর ব্যবহার ও সম্পৃক্ত থাকার সুযোগ রয়েছে। উল্লেখ্য, সমাজিক এ সাইটে বর্তমানে বিভিন্ন জনপ্রিয় গেম আছে এবং বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে পারে। নতুন ‘পেইড অ্যাকাউন্টে’ গেমস বিনামূল্যে পাওয়া যাবে না। তবে বিশেষ কোনো গেমিং প্যাকেজ কিনলে খেলার সুযোগ পাবে। এ মূল্য ঠিক কত হচ্ছে তা এখনে প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৫ ঘন্টা, ৪ এপ্রিল, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।