সিলেট শহড়জুড়ে হরতাল আবহ। কিন্তু কমপিউটারপ্রেমীদের জন্য এটা প্রতিবন্ধকতা নয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র বদর উদ্দিন কামরান। আর এ অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেসল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক বিসিএস সভাপতি ফয়েজউল্যাহ খান।
সিটি মেয়র বদর উদ্দিন কামরান বলেন, দেশজুড়ে এখন মেধাভিত্তিক প্রতিযোগিতার আবহ তৈরি হয়েছে। তাই কমপিউটার প্রযুক্তির কোনো বিকল্প নেই।
বিজনেসল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজউল্যাহ খান বলেন, ঢাকাকেন্দ্রিক বিপণন প্রতিবন্ধকতা থেকে সিলেট শহরের কমপিউটার পণ্য বিক্রেতাদের বেশ কিছু বাড়তি এবং তাৎক্ষণিক সুবিধা নিশ্চিত করতেই তাদের সিলেট শহরে আসা।
উল্লেখ্য, ১৯৯১ সালে থেকে বিজসনেসল্যান্ড দেশের তথ্যপ্রযুক্তি বাজারে প্রযুক্তিপণ্যের চাহিদা পূরণে কাজ করে আসছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
বাংলাদেশ সময় ২২৩৪, এপ্রিল ৪, ২০১১