ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘মাইক্রোসফট অফিস ৩৬৫’ দেশে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
‘মাইক্রোসফট অফিস ৩৬৫’ দেশে

ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়াননোটে কাজ করার মতো প্রয়োজনীয় সব সুবিধা সম্বলিত সফটওয়্যার ‘মাইক্রোসফট অফিস ৩৬৫’ দেশের বাজারে।

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এই লাইসেন্সড সফটওয়্যারটি এনেছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।



এই সফটওয়্যারটি ব্যবহারে পিসিতে সংরক্ষিত তথ্য হঠাৎ করে হারিয়ে যাওয়া কিংবা বারবার সেটআপ দেয়ার বিড়ম্বনা থাকেনা।

উইন্ডোজ ছাড়াও এটি ম্যাকিন্টোশ অপারেটিং সিস্টেম চালিত ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব এবং উইন্ডোজ ফোনে ব্যবহারযোগ্য।
এছাড়া যেকোনো স্থান থেকে ওয়ান ড্রাইভ ক্লাউড সুবিধার মাধ্যমে ব্যবহারকারী তার পিসির তথ্য ব্যবহারের জন্য পাবে আনলিমিটেড তথ্যসংরক্ষণ সুবিধা।  

তাই ঘরে-বাইরে বা দেশে-বিদেশে যে কোনো স্থান থেকেই কোনো রকম জটিলতা ছাড়াই ডকুমেন্ট, ছবি এবং ভিডিও এডিট এবং শেয়ার করা যাবে।

উপরন্তু এই একটি লাইসেন্সেই স্কাইপি’র মাধ্যমে প্রতি মাসে ৬০ মিনিট করে বছরে ৭২০ মিনিট বিনামূল্যে কথা বলা যাবে।

উল্লেখ্য, এক বছর সাবস্ক্রিপশন সুবিধায় মাইক্রোসফট অফিস ৩৬৫ ফুল প্যাকেজ প্রোডাক্টের রয়েছে দুইটি সংস্করণ। এর মধ্যে মাইক্রোসফট অফিস ৩৬৫ হোম সর্বোচ্চ ৫ জন ব্যবহার করতে পারবে, দাম ৬ হাজার ৫০০ টাকা। আর একক ব্যবহারকারীর জন্য রয়েছে মাইক্রোসফট অফিস ৩৬৫ পার্সোনাল, দাম ৪ হাজার ৫০০ টাকা।
   
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।