ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০১৪’র জনপ্রিয় অ্যাপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
২০১৪’র জনপ্রিয় অ্যাপ

ঢাকা: ২০১৪ সাল শেষান্তে, বছরটিতে প্রযুক্তিপ্রেমীরা কোন অ্যাপটি বা কোনগুলো বেশি ব্যবহার করেছেন তা ‍জানার আগ্রহ রয়েছে অনেকের। প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের এ জায়গাটি প্রতিবছর পূরণ করে আসছে নিউইয়র্ক ভিত্তিক ইনফরমেশন ও মেজারমেন্ট প্রতিষ্ঠান নিয়েলসেন।



সবচেয়ে বেশি ব্যবহারকারীর ভিত্তিতে সম্প্রতি শীর্ষ ১০ অ্যাপের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।


১১ কোটির বেশি ইউনিক ব্যবহারকারীর মাধ্যমে সবার শীর্ষে উঠে এসেছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের অ্যাপটি। গত বছরের একই সময়ের তুলনায় ২০১৪ সালে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানায় নিয়েলসন।


৯ কোটির বেশি ব্যবহারকারীর মাধ্যমে ২০১৪ সালে এ তালিকায় দ্বিতীয় স্থ‍ানে উঠে এসেছে গুগল সার্চ। আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমে অ্যাপটি কাজ করে।


এ বছর ২৬ শতাংশ ব্যবহারকারী বৃদ্ধির মাধ্যমে তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইউটিউব। ২০১৪ সালে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি ৮৩ লাখের বেশি।


অ্যাপ ডাউনলোড করার জন্য অনেক সময় অন্য অ্যাপের প্রয়োজন হয়। গুগল ‍অ্যাপে আপনি এ ধরনের অনেক অ্যাপ পাবেন। ৮ কোটি ৪৯ লাখ ব্যবহারকারীর মাধ্যমে ২০১৪ সালে শীর্ষ দশ ‍অ্যাপের মধ্যে চতুর্থ স্থ‍ানে রয়েছে  ‍ অ্যাপটি।


গাইডের সাহায্য ছাড়া রাস্তায় চলতে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপটি গুগল ম্যাপস। ২০১৪ সালে অ্যাপটি ৭ কোটি ৯০ লাখের বেশি পথচারীকে দিক নির্দেশনা দিয়েছে।


নতুন নতুন অ্যাপ আসলেও মানুষের প্রয়োজনীয় বিষয়টি মেইল প্রেরণ। এক্ষেত্রে জনপ্রিয়তায় সবার আগে জিমেইল। ২০১৪ সালে ৭ কোটি ২৪ লাখের বেশি ব্যবহারকারীর মাধ্যমে তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে জিমেইল।


পাঁচ কোটি ৩৭ লাখ ব্যবহারকারীর মাধ্যমে সপ্তম স্থানে রয়েছে ফেসবুক মেসেঞ্জার। অষ্টম স্থানে রয়েছে গুগল প্লাস, ব্যবহারকারী চার কোটি ৮৩ লাখ।

নবম ও দশম স্থানে রয়েছে ইনস্টাগ্রাম ও আইটিউন। এর ব্যবহারকারীর সংখ্যা যথাক্রমে চার কোটি ৩৯ লাখ ও চার কোটি ২৫ লাখ।

তবে বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস ‍অ্যাপ শীর্ষ দশের তালিকায় স্থান পায়নি।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।