ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট্র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
জয়পুরহাটে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম), বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্যোগে জয়পুরহাটে তিন দিনব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের খঞ্জনপুর এলাকায় বিসিএসআই’র নিজস্ব কার্যালয় চত্বরে এ মেলা উদ্বোধন করেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রফিক।



এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট আইএমএমএম ও বিসিএসআইআর’র পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মোহাম্মদ নাজিম জামান।

মেলায় উত্তরবঙ্গের ২৯টি স্কুল-কলেজের ৩১৯জন শিক্ষার্থী ১৭১টি প্রজেক্টের মাধ্যমে তাদের উদ্ভাবনী তুলে ধরেন।

২৪ জানুযারি মেলার সমাপনী দিনে অংশগ্রহণকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।