বিখ্যাত নেটওয়ার্ক পণ্য নির্মাতা বেলডেন ইন্ডিয়া এবং দেশি আইসিটি বিপণনকারী এক্সপ্রেস সিস্টেম (ইএসএল) ২৫ এপ্রিল দিনব্যাপী সেমিনারের আয়োজন করে।
বেলডেন ইন্ডিয়ার সার্ক অঞ্চলের হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক পবন মহাজন জানান, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তিগত কার্যক্রম বাড়াছে।
এসব প্রতিষ্ঠানে প্রযুক্তিগত মানোন্নয়নে নেটওয়ার্ক কেবল ব্যবহৃত হচ্ছে। কিন্তু উন্নতমানের ফাইবার অপটিক কেবলের অভাবে নানাভাবে তথ্য বিনিময় পদ্ধতি ব্যাহত হচ্ছে।
এ কৌশলগত সেমিনারে সার্ক অঞ্চলের কারিগরি সেবা বিশেষজ্ঞ গৌরব ধামিজা জানান, প্রযুক্তিগত কাজে যত দ্রুত তথ্য বিনিময় হবে, প্রাতিষ্ঠানিক কাজ ততটাই গতিশীল হবে।
গৌরব ধামিজা উল্লেখ করেন, সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল, অলিম্পিক এবং আইপিএল এর মতো খেলা সম্প্রচারে বেলডেন কেবল ব্যবহৃত হয়েছে।
ইন্টারনেট, অডিও, ভিডিওসহ নানা ধরনের তথ্য বিনিময়ে বেলডেন কেবল দ্রুতগতি নিশ্চিত করে। এ তার দিয়ে একসঙ্গে ৪৫ হাজার পোর্টে কাজ চালানো সম্ভব। এছাড়াও এ কেবল অনেক অবাঞ্চিত শব্দও নিয়ন্ত্রণ করতে সক্ষম।
বাংলাদেশ সময় ১৯৪৮, এপ্রিল ২৭, ২০১১