ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জয়পুরহাটে ডিজিটাল মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
জয়পুরহাটে ডিজিটাল মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধিকরণে ডিজিটাল মেলা উপলক্ষে জয়পুরহাটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা প্রশাসক মো. আব্দুর রহিম।



এ সময় জেলা পরিষদ প্রশাসক এস.এম. সোলায়মান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রফিক ও জেলা তথ্য কর্মকর্তা আবু সালেহ মো. মাসুদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়- ২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জয়পুরহাট সরকারি বাজলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এ ডিজিটাল উদ্ভাবনী মেলা।
 
মেলায় ৩৫টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৩৩টি স্টল থাকবে। যেসব স্টলের মাধ্যমে জনগণকে বোঝানো হবে ডিজিটাল সেবা পদ্ধতির নানাদিক।

জয়পুরহাট জেলা প্রশাসন ও তথ্য অফিস এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।


বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।