ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্বের সবচে ক্ষুদ্র প্রসেসর উন্মোচন করল ইন্টেল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১১
বিশ্বের সবচে ক্ষুদ্র প্রসেসর উন্মোচন করল ইন্টেল

বিশ্বের সবচে ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করেছে ইন্টেল। ক্ষুদে মোবাইল এবং ট্যাবলেট আদলের পণ্যের জন্যই বিশেষভাবে এ প্রসেসর ডিজাইন করা হয়েছে বলে ইন্টেল সূত্র জানিয়েছে।



ওআক নামে এ মাইক্রোপ্রসেসর এর মডেলের নাম ‘জেড৬৭০’। আকারে মাত্র ৪৫ ন্যানোমিটার। এ বছর স্মার্টফোন এবং ট্যাবলেট পিসির বিপ্লবে এ মাইক্রোপ্রসেসর বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

ট্যাবলেট এবং নোটবুক বিপণন ব্যবস্থাপক কেভিন জানান, অনেকগুলো ক্ষুদ্রাকৃতির পণ্যের জন্য এ প্রসেসর তৈরি করা হয়েছে। ফলে এ মাইক্রোপ্রসেসর যুক্ত পণ্যগুলো এ বছরের শেষভাগেই বাজারে আসবে।  

বাংলাদেশ সময় ২২৫৬, এপ্রিল ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।