ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্লগ জরিপের শীর্ষে বাংলাদেশের সাবরিনা

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১
ব্লগ জরিপের শীর্ষে বাংলাদেশের সাবরিনা

জার্মানভিত্তিক বার্তা সংস্থা ‘ডয়চে ভেলে’ আয়োজিত সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের সাবরিনা সুলতানা। আর প্রথম হয়েছে তিউনিশিয়ার মেয়ে লিনার ‘এ তিউনিশিয়ান গার্ল’।



উল্লেখ্য, ১১ এপ্রিল জার্মানির বন শহরে ডয়চে ভেলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশ্বের ১১টি ভাষার বিচারকদের মধ্যে ভোটের আয়োজন করা হয়৷ চূড়ান্ত ভোটে সাবরিনার পক্ষে অবস্থান নেন পাঁচ ভাষার বিচারক৷

কিন্তু প্রতিপক্ষ তিউনিশিয়ার মেয়ে লিনার ব্লগটির পক্ষে অবস্থান ছিল সাত বিচারকের। ফলে হার মানতে হয় বাংলা ভাষাকে। শেষ পর্যন্ত ‘বেস্ট ব্লগ’ ক্যাটাগরিতে ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করে নেয় লিনার ‘এ টিউনিশিয়ান গার্ল’ ব্লগ৷

তবে জুরি অ্যাওয়ার্ড না জিতলেও, ‘ইউজার প্রাইজ’ জয় করে নিয়েছে তিনটি বাংলা ব্লগ৷ তারা হলেন ‘বেস্ট সোশ্যাল অ্যাক্টিভিজম ক্যাম্পেইন’ বিভাগে বাংলাদেশের অমি রহমান পিয়াল এর ব্লগ, মানবাধিকার বিভাগে ‘ডাব্লিউফরস্টাডি’ বা ‘উইন্ডো ফর স্টাডি’ নামের এক আদিবাসী কমিউনিটি ব্লগ৷

এছাড়াও সেরা বাংলা ব্লগ বিভাগে ব্যবহারকারিদের ভোটে শীর্ষ স্থান লাভ করেছেন আরিফ জেবতিকের ব্লগ। বিজয় ব্লগের প্রতিনিধিদের হাতে আসছে জুনে জার্মানির বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে পুরস্কার তুলে দেবে ডয়চে ভেলে।

উল্লেখ্য, জার্মান ও ইংরেজি ছাড়াও বাংলা, আরবী, চীনা, ফার্সি, ফরাসি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ ভাষার ব্লগ এবারের প্রতিযোগিতায় অংশ নেয়। এ বছর বাংলা ভাষার বিচারক ছিলেন রেজওয়ানুল ইসলাম৷

আর সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় মোট ভোট সংখ্যা ছিল ৯০ হাজার ৮০৮ জন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।