ডিজিটাল ওয়ার্ল্ড, বিআইসিসি থেকে: প্রযুক্তির কল্যাণে এবার মোবাইল ফোনেই অন-অফ করা যাবে ফ্যান, লাইটসহ সব ধরনের বৈদ্যুতিক সুইচ। স্মার্ট কন্ট্রোলের মাধ্যমে নতুন একটি সফটওয়্যার এই সুবিধা দেবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫ এ সরেজমিনে জানা যায়, ডিজিটাল ওয়াল্ডের হারমনি জোনের ৭ নং স্টলে ‘ওয়েবপারস’ এ সুবিধা নিয়ে এসেছে।
প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মোশাররফ হোসেন জুয়েল বাংলানিউজকে জানান, স্বাভাবিক বৈদ্যুতিক এমকে বোর্ডের মতো আমাদের তৈরি এ বোর্ড লাগিয়ে স্মার্টফোনে একটি সফটওয়ার ইনস্টল করেই সুইচ অন-অফ করা যাবে। আমরা এর নাম দিয়েছি, স্মার্ট কন্ট্রোল।
তিনি জানান, তাদের তৈরি ওই বোর্ডে চারটি সুইচ আছে। এর মাধ্যমে লাইট, ফ্যানসহ যাবতীয় সুইচ কন্ট্রোল করা যাবে।
![](files/February_2015/February_10/smart_1_767213276.jpg)
মার্কেটে আসলে ওই বোর্ডের দাম ৪ থেকে ৫ হাজার টাকা মূল্যে বিক্রি করা যাবে বলে আশা করছেন মোশাররফ হোসেন জুয়েল।
এর সঙ্গে সফটওয়্যারটিও ফ্রি দেওয়া হবে, যা ইনস্টল করে ওই বোর্ডের সাহায্যে সুইচ অন-অফ করা যাবে।
এই উদ্ভাবনা নিয়ে জুয়েল বলেন, ডিজিটাল সময়ে এনালগ পদ্ধতিতে সুইচ টিপে লাইট-ফ্যান অন-অফ করতে হয়। বিশেষ করে মশার উৎপাতের সময়; মশারির নিচ থেকে উঠতে মন চায় না। এজন্য তথ্যপ্রযুক্তি সেবা মানুষের আরও কাছে পৌঁছে দিতে এই পদ্ধতির উদ্ভাবন।
গত সোমবার(৯ ফেব্রুয়ারি’২০১৫) এ মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
** বুথ বন্ধ, টাকায় মিলছে সৌদি নিবন্ধন ফরম
** সৌদি গমনেচ্ছুদের নিবন্ধন চলবে মেলার পরেও
প্রবাসী কল্যাণের প্যাভিলিয়ন ভাঙচুর, আটক ২