ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অড বিট :.

অনলাইন জালিয়াতে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ৩টি প্রতিষ্ঠান

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৪, এপ্রিল ১৭, ২০১১
অনলাইন জালিয়াতে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের ৩টি প্রতিষ্ঠান

অনলাইনে জালিয়াতির অভিযোগে এবার যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ৩টি প্রতিষ্ঠানকে বাজেয়াপ্ত ঘোষণা করেছে দেশটির উচ্চ আদালত।

অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠান হচ্ছে পকার, অ্যাবসুলেট পকার এবং পকারস্টারস।

এরই মধ্যে ‘অ্যান্টি-ইন্টারনেট’ আইন ভঙ্গের অভিযোগে এ তিনটি প্রতিষ্ঠানরে বিরুদ্ধে বড় অঙ্কের আর্থিক জরিমানার নজির স্থাপন করা হয়েছে।

অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাবেচার ফাঁদ পেতে এ তিনটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতাদের ব্যাংক অ্যাকাউন্টে থেকে অবৈধভাবে অর্থ আত্মসাৎ করে আসছিল।

আদালতের নিদের্শ অনুযায়ী এ তিনটি প্রতিষ্ঠানকে ৩০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। এর ফলে জালিয়াতি হয়ে যাওয়া অর্থেক একটা বড় অংশ ফিরে আসবে বলে সূত্র জানিয়েছে।

এরই মধ্যে এ জালিয়াতি চক্রের দু’জন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো চক্রকে ধরতে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র পুলিশ।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে অনলাইন জালিয়াতি আইন পাশ করা হয়েছে। আর তা কার্যকরভাবেই পালন করছে যুক্তরাষ্ট্রের আদালত।

বাংলাদেশ সময় ০১৩২, এপ্রিল ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।