ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মারা গেলেন সবচেয়ে বয়স্ক টুইটার ব্যবহারকারী

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০
মারা গেলেন সবচেয়ে বয়স্ক টুইটার ব্যবহারকারী

২৮ জুলাই বিশ্বের সবচেয়ে বয়স্ক টুইটার ব্যবহারকারী আইভি বিন মারা গেছেন। বয়স্ক এই টুইটারপ্রেমীর বয়স ছিল ১০৪ বছর।

তথ্যটি তার অবাসস্থল হিলসাইড ম্যানর বৃদ্ধাশ্রম এর ম্যানেজার পাত রাইট নিশ্চিত করেছেন।

টুইটারে আইভি বিন এর ৫৬ হাজার ৩০০ ভক্ত আছে। আর ফেসবুকে আছে প্রায় ৫ হাজার ভক্ত। বেশ কয়েকজন সেলিব্রেটিও তার ভক্ত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সঙ্গীতশিল্পী পিটার অ্যান্ড্রু, ক্রিস ইভানস ও প্রাক্তন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এর স্ত্রী সারাহ ব্রাউন।

তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডের একটি কেয়ার হোম এ বসবাস করতেন। ২০০৭ সালে দেশের সোশ্যাল অথরিটি তাকে কমপিউটার উপহার দেওয়ার পর তিনি প্রথম ফেসবুকে নিবন্ধিত হন। আর টুইটারে নিবন্ধিত হন ২০০৮ সালে। সবচেয়ে বয়স্ক হয়ে ফেসবুকে নিবন্ধিত হওয়ার কিছুদিনের মধ্যেই আলোচিত হন আইভি বিন। সে সময় প্রায় ১৬ হাজার ফেসবুক ব্যবহারকারী তাকে বার্তা প্রেরণ করেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮৪৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।