এ বছর মিডিয়া মোমেন্টামের নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষ স্থানটি দখল করেছে অনলাইনভিত্তিক ভিডিও সেবা। সূত্র এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ ইনস্ক্রিন মিডিয়া নামের ভিডিও বিজ্ঞাপনদাতা এবারের মিডিয়া মোমেন্টাম তালিকার শীর্ষে অবস্থান করছে। বিশ্বের খ্যাতনামা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পেছনে ফেলে মিডিয়া মোমেন্টামের অন্তর্ভূক্ত প্রতিযোগিতার তালিকায় সবচেয়ে দ্রুত সম্প্রসারিত এবং কার্যকর প্রতিষ্ঠান হিসেবে স্থান পেয়েছে ব্রিটিশ এ প্রতিষ্ঠান।
এ বছরের অন্য সব সফল প্রতিষ্ঠানের মধ্যে আছে ডিজিটাল এজেন্সি ইসেন্স। দ্রুত গতিশীল প্রতিষ্ঠান হিসেবে এর নাম প্রকাশ পায়। অনলাইন পেমেন্ট সার্ভিস মানি বুকারস কৃতিত্বস্বরুপ লাভ করে ইউনিক লিডারশিপ এবং গ্লোবাল পোটেনশিয়াল অ্যাওয়ার্ড।
উল্লেখ্য, ১৯ মে বার্সেলোনায় নির্বাহী প্রধানদের শীর্ষ বৈঠকে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও সবচে উদ্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে বেলজিয়ানের সফটকিন্যাক্টও পুরস্কারে ভূষিত হয়। আর মানি-ল্যান্ডিং সার্ভিস ওনগা জিতেন জাজ অ্যাওয়ার্ড।
বাংলাদেশ সময় ২৩০২ ঘণ্টা, মে ২১, ২০১১