ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪৬ হাজার টাকায় কোরআই5 ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০০, মে ২৫, ২০১১
৪৬ হাজার টাকায় কোরআই5 ল্যাপটপ

আসুস ব্র্যান্ডের কে৫২ সিরিজের নতুন ল্যাপটপ এখন দেশে। সরু আকৃতির এ মাল্টিমিডিয়া ল্যাপটপে বিভিন্ন ধরনের কমপিউটিং ছাড়াও আছে বিনোদন সুবিধা।



এ ল্যাপটপে আছে ২.৬৬ গিগাহার্টজ গতির ইন্টেল কোর আই৫ প্রসেসর, ২ জিবি ডিডিআরথ্রি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার এবং থ্রিডি অডিও। আর যোগাযোগে আছে গিগাবিট ল্যান, ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, ব্লুটুথ, এইচডিএমআই পোর্ট, মেমোরি কার্ড রিডার এবং ৩টি ইউএসবি পোর্ট সুবিধা।

এছাড়াও বিশেষ ফিচারের মধ্যে আছে বিদ্যুৎসাশ্রয়ী আসুস পাওয়ার৪ গিয়ার এবং পাম প্রুফ প্রযুক্তির আরামদায়ক কিপ্যাড। এ মুহূর্তে দাম ৪৬ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩২৫৭৯৪২, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২১০২ ঘণ্টা, মে ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।