আসছে জুনে মাইক্রোসফটের আধুনিক সংস্করণ উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমের ট্যাবলেট পণ্য প্রদর্শন নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। কিন্তু মাইক্রোসফট ভক্তরা আছেন নতুন সংস্করণের অপেক্ষায়।
এ মুহূর্তে বিতর্কের মূল কারণ মাইক্রোসফটের তালিকায় ট্যাবলেট পণ্য আছে কি-না তা নিয়ে। এ ট্যাবলেট পিসির প্রতিদ্বন্দীতায় আছে অ্যাপল ও গুগলের মতো শক্ত প্রতিপক্ষ।
মাইক্রোসফট উইন্ডোজ ফোন ৭ নিয়ে সুদীর্ঘ সময় কাজ করছে। তাই ট্যাবলেট পণ্যতেও সাফল্য হাতছাড়া করতে চাইছে না মাইক্রোসফট। তাদের প্রত্যাশা আবারও বাজার অবস্থান চাঙ্গা করা সম্ভব।
উল্লেখ্য, আগামী মাসে ‘অল থিঙ্কস ডিজিটাল ডি৯’ কনফারেন্সে মাইক্রোসফটের আসন্ন নতুন ট্যাবলেট অবমুক্তের ঘোষণা আসবে। স্টিভেন সিনোফস্কাই উইন্ডোজ এবং উইন্ডোজ লাইভ ডিভিশনের সভাপতির মূল কার্যক্রম সম্পর্কে অবহিত করবেন। এসময় তিনি আরও কিছু ঘোষণা দিতে পারেন বলে সূত্র জানিয়েছে।
এ ছাড়া ঘোষণা অনুযায়ী মাইক্রোসফটের নতুন উইন্ডোজ ট্যাবলেট ‘রেডমন্ডবেজড কোম্পানি’ প্রদর্শন করার সম্ভাবনা আছে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
বাংলাদেশ সময় ২০২২ ঘণ্টা, মে ২৬, ২০১১