ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রামজিয়াতে যোগ দিলেন ২ বাংলাদেশি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
ফ্রামজিয়াতে যোগ দিলেন ২ বাংলাদেশি ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি বাংলাদেশে চালু হওয়া ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশনের (আইটিইই) সাফল্য হিসেবে এবার ভিয়েতনামের জাপানি আইটি প্রতিষ্ঠান ফ্রামজিয়াতে কাজ করার সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশি।

শুক্রবার (২৩ অক্টোবর) আইটিইই’র প্রকল্প সমন্বয়কারী আকিহিরো সুজি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ফ্রামজিয়াতে কাজ করার সুযোগ পেয়েছেন গতবছরের আইটিইই পরীক্ষায় উত্তীর্ণ বুয়েটের শিক্ষার্থী এম দস্তগীর হোসেন ও এম আসিফুল হক।  
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় বাংলাদেশের আইটি পেশাদাররা বিনা খরচে আইটিইই পরীক্ষায় অংশ নেন।

এবিষয়ে জাইকা-আইটিইই প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া বলেন, মাত্র দু’বছর হল বাংলাদেশে চালু হওয়া আইটিইইতে ইতিমধ্যে ৮৩জন আইটি পেশাদার উত্তীর্ণ হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দেশব্যাপী ৫ম আইটিইই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও ওই  বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।