ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঢাকায় ‘গুগল লোকাল গাইডের টপ কন্ট্রিবিউটর মিট-আপ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ঢাকায় ‘গুগল লোকাল গাইডের টপ কন্ট্রিবিউটর মিট-আপ’

গুগল ম্যাপের উপর ভিত্তি করে নতুন একটি প্ল্যাটফর্ম ‘গুগল লোকাল গাইড’। ঢাকায় অতি সম্প্রতি ‘গুগল লোকাল গাইডের টপ কন্ট্রিবিউটরদের নিয়ে মিট-আপ’র আয়োজন করে গুগল।



এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৩০জন লোকাল গাইড কন্ট্রিবিউটার অংশগ্রহন করেন।

রাজধানীর যমুনা ফিউচার পার্কে আয়োজিত এই ‘মিট-আপ’ শুক্রবার বেলা ৩টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৭টায়।  
গুগলের সিংগাপুর অফিস থেকে এন্টন এস্ট্রে’ও যোগ দেন অনুষ্ঠানে।

এদিকে বাংলাদেশে গুগল কার্যক্রমে সম্পৃক্ত গুগল বাংলাদেশের মার্কেটিং কনসাল্টেন্ট হাশমি রাফসানজানি, কমিউনিটি ম্যানাজার আরিফ নিজামী, লোকাল গাইডের বাংলাদেশ মডারেটর মাহাবুব হাসান মুন্না উপস্থিত ছিলেন।  

মাহাবুব হাসান মুন্না বলেন, বাংলাদেশ লোকাল গাইড এর কাজের মুল্যায়ন দিতে আয়োজনটি করেছে গুগল।   আমাদের চাওয়া বাংলাদেশে গুগলের কার্যক্রম আরো বাড়ানো। লোকাল গাইড সম্পর্কে তিনি বলেন, এটি দেশের পর্যটনখাতে অবদান রাখবে সেইসাথে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের বিভিন্ন স্থান তুলে ধরবে এই লোকাল গাইড।

গুগল লোকাল গাইডের সঙ্গে যুক্ত হতে www.bit.ly/glgtutorial টিউটোরিয়াল লিংক থেকে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।