ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিআইইউ’তে রোবটিক্স প্রতিযোগিতা, প্রদর্শনী

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ডিআইইউ’তে রোবটিক্স প্রতিযোগিতা, প্রদর্শনী

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘রোবটিক্স প্রতিযোগিতা এবং প্রদর্শনী’। ডিআইইউ রোবটিক্স ক্লাবের উদ্যোগে রোববার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম রহমান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. তৌহিদ ভূইয়া।

ডিআইইউআরসি সংগঠক সাদমনি আল ফারাবি এবং জান্নাতুল জেনানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআইইউ’র সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক কউশিক সরকার।

প্রতিযোগিতায় ১২টি দলে মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

উল্লেখ্য, প্রতিযোগিতার আগে ১৪ দিনের একটি প্রশিক্ষন দেয়া হয় অংশগ্রহনকারীদের যা ডিআইইউ রোবটিক্স ক্লাবের সদস্য এবং সমন্বয়কের সহযোগিতায় পরিচালনা করেন ডিআইইউআরসি এর সভাপতি মোঃ হাফিজুল ইমরান ও এর প্রকল্প প্রতিষ্ঠাতা মোঃ খাজা ফয়সাল হক।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।