ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসুস পণ্য নিয়ে ‘আসুস ক্যাম্পাস এক্সপ্রেস’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আসুস পণ্য নিয়ে ‘আসুস ক্যাম্পাস এক্সপ্রেস’

রাজধানীর গ্রেনরোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসে আসুস পণ্য নিয়ে সম্প্রতি আয়োজন করা হয়  ‘আসুস ক্যাম্পাস এক্সপ্রেস’ শীর্ষক ইউনিভার্সিটি ক্যাম্পাস রোড শো।

দিনব্যাপী এই রোড শো’র আয়োজন করে দেশীয় প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্রান্ড।

শিক্ষার্থী ও আগত দর্শনার্থীদের জন্য এর প্যাভিলিয়নে আসুসের নোটবুক এবং ট্যাবলেট পিসি প্রদর্শন করা হয়। ফলে সরাসরি পণ্য হাতে নিয়ে পরখ করার সুযোগ পায় তারা।

রোড শো’র অন্যান্য আয়োজনে ছিল আসুস পণ্য পরিচিতি, প্যাজল গেম, ফেসবুকিং। এছাড়া ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য ছিল টি-শার্ট, আসুস রাইটিং প্যাড এবং আসুস ব্যাচ।
বিশেষকরে তরুণ প্রজন্মকে আসুস পণ্য সম্পর্কে অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যে এবং আসুস পণ্য ক্রয়ে অনুপ্রাণিত করাই ছিলো কার্যক্রমের মুল উদ্দেশ্য।

উল্লেখ্য, ‘ইউনিভার্সিটি ক্যাম্পাস রোড-শো’ ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।