ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনলাইনে ব্র্যানো জামদানি মেলা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
অনলাইনে ব্র্যানো জামদানি মেলা

দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট ‘ব্র্যানো ডট কম’র নতুন আয়োজন অনলাইন ভিত্তিক জামদানি মেলা। রোববার (১ নভেম্বর) থেকে শুরু এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।



এক সময় জামদানি মানুষের কাছে এক লোভনীয় এবং আভিজাত্যের প্রতীক বলে গণ্য হলেও বাংলাদেশের আদি ঐতিহ্য জামদানি আজ হারিয়ে যেতে বসেছে। শিল্পটি আজ লোকচক্ষুর আড়ালে। এখন দেশী শাড়ির চেয়ে বিদেশী শাড়িকে বেশী প্রাধান্য দেয় নারীরা।

তাই জামদানি শিল্পের জীর্ণ দশা থেকে মুক্তির প্রচেষ্টাই এর বিকাশের লক্ষ্যে বিশাল জামদানি মেলার আয়োজন করা হচ্ছে। সেইসাথে শিল্পটির বিকাশে তাঁতিদের অনুপ্রাণিত করতে ব্র্যানোর এই মহৎ উদ্যোগ।

প্রতিষ্ঠানটি মনে করছে এই আয়োজন কেবল দেশের মানুষের কাছেই জামদানিকে পরিচিত করবেনা বিশ্ববাসীর কাছেও পৌছে দেবে শিল্পটিকে।

নানা রঙ আর বাহারি ডিজাইনের জামদানির সম্ভার নিয়ে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে। অনলাইন ক্রেততারা এখানে সর্বোচ্চ ৩৫% পর্যন্ত মূল্যছাড় পাবেন।

অফারটিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানের ঢাকা অফিসে নির্দিষ্ট টিম থাকবে।

অংশগ্রহনের জন্য গ্রাহকদের কোন নিবন্ধন বা লগইন করতে হবেনা।

ব্র্যানোর সকল জামদানী শাড়ীর কালেকশন দেখতে এই লিঙ্কে ক্লিক করুন - www.branoo.com/jamdani

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।