ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এইচপি থিন ক্লায়েন্ট সল্যুশন নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
এইচপি থিন ক্লায়েন্ট সল্যুশন নিয়ে কর্মশালা ছবি: সংগৃহীত

প্রাতিষ্ঠানিক কাজ কীভাবে আরও সহজে সাজিয়ে-গুছিয়ে করা যায় তা নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। ঢাকার গুলশান-১ এর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স আয়োজিত  কর্মশালায় অংশগ্রহন করেন দেশের প্রথম সারির ব্যাংক, এনজিও, হাসপাতাল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।



কর্মশালার প্রথম ভাগে ছিলো কম্পিউটার সোর্সের কর্পোরেট বিক্রয়কর্মীদের প্রশিক্ষন। আর মূল আয়োজনে ‘এইচপি থিন ক্লায়েন্ট সলিউশনস সফটওয়্যার ও অ্যপ্লিকেশনের’ খুঁটি-নাটি  তুলে ধরেন আলোচকরা।

এইচপি সিঙ্গাপুর থিন ক্লায়েন্ট বিজনেস, এশিয়া প্যাসিফিকের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক আদি চন্দ্র, কারিগরী পরামর্শক চিন ওং এবং এইচপি বাংলাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক মো: ইমরান খান এতে বক্তব্য রাখেন। এছাড়া কম্পিউটার সোর্সের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আসিফ মাহমুদ এবং পণ্য ব্যবস্থাপনা প্রধান জি,এম, রাশেদুল হক।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।