ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খাগড়াছড়ি পুলিশ ওয়েবসাইটের ‍যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৫
খাগড়াছড়ি পুলিশ ওয়েবসাইটের ‍যাত্রা শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পোঁছে দিতে ওয়েবসাইট চালু করেছে খাগড়াছড়ি পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. সফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েবসাইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



ওয়েবসাইটের ঠিকানা: www.khagracharipolice.gov.bd ।

সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, পুলিশ জনগণের বন্ধু এ স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে সরকারের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করা হবে। পুলিশের বিভিন্ন ইউনিটের সব ধরনের কার্যক্রম এই ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি জনগণ অনলাইনে অভিযোগ জানাতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. মজিদ আলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন, সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।