ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিটিআরসি’র নতুন ডিজি কর্নেল নাসিম পারভেজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৬
বিটিআরসি’র নতুন ডিজি কর্নেল নাসিম পারভেজ

ঢাকা: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব পেয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-৪১১৮) কর্নেল মো. নাসিম পারভেজ।
 
রোববার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে গত ৩১ ডিসেম্বর তারিখে কর্নেল মো. নাসিম পারভেজকে মহাপরিচালক পদে নিয়োগের কথা জানানো হয়েছে।


 
আদেশে বলা হয়, কর্নেল মো. নাসিম পারভেজকে বিটিআরসি’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হলো।
 
একই সঙ্গে বিটিআরসি’র মহাপরিচালক পদে প্রেষণে কর্মরত সেনাবাহিনীর কর্মকর্তা (বিএ-৩৩৩১) ব্রিগেডিয়ার জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামানকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যর্পণ করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৫
এমআইএইচ/আরএম
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।