ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নোয়াখালীতে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
নোয়াখালীতে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: ‘টেকসই উন্নয়নে চাই টেকসই প্রযুক্তি’ স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় নোয়াখালী জিলা স্কুল প্রাঙ্গণে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন মেলার উদ্বোধন করেন।

মেলা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

নোয়াখালীর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের সভাপতিত্বে জিলা স্কুল অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার নোয়াখালীর উপ পরিচালক অনুপম বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আশরাফুজ্জামান দৌলা, সোনাইমুড়ড়ি উপজেলা পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা সুপর্ণা রায় প্রমুখ।

সভাশেষে প্রধান অতিথিসহ অতিথিরা মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন।

এ মেলায় জেলা প্রশাসন, জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, তথ্য, মৎস্য, বন ও স্বাস্থ্য বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, এলজিইডি, নোবিপ্রবি, নোয়াখালী সরকারি কলেজ, বিভিন্ন ব্যাংক, বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি, কম্পিউটার শপসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক স্টল বরাদ্দ পেয়েছে।

বাংলাদেশে সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।