ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩ জিবি র‌্যাম নিয়ে বছরের প্রথম স্মার্টফোন প্যানাসনিকের

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
৩ জিবি র‌্যাম নিয়ে বছরের প্রথম স্মার্টফোন প্যানাসনিকের

ঢাকা: ‘ইলুগা টারবো’ নামে ভারতের বাজারে বছরের প্রথম স্মার্টফোন ছাড়লো জাপানের প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যানাসনিক। ৩ জিবি র‌্যামের স্মার্টফোনটি দুই সিম ব্যবহারযোগ্য।



৫ ইঞ্চি এইচডি আইপিএস পর্দার স্মার্টফোনটির অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৫.১ ললিপপ ভার্সন। প্রসেসর ৬৪ বিট অক্টাকোর ১.৫ গিগাহার্জ। পর্দায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস ৩।

৪জি সার্পোট সুবিধাসম্পন্ন ‘ইলুগা টারবো’ হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৩২ গিগাবাইট, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরো ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার সঙ্গে ব্যবহার করা হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সঙ্গে রয়েছে দুই হাজার ৩শ’ ৫০ এমএএইচ ধারণক্ষমতার ব্যাটারি।

ভারতের বাজারের জন্য হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯শ’ ৯৯ রুপি (১ রুপি সমান ১.১৫ টাকা)।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।