ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
লক্ষ্মীপুরে ২ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: জাতীয় জীবনের সর্বক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণ, কাজের স্বচ্ছতা আনয়ন এবং ডিজিটাল বাংলাদেশ  বিনির্মাণের লক্ষ্যে দেশব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও এটুআই প্রধানমন্ত্রী কার্যালয়ের সহযোগীতায় ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে ডিজিটাল মেলার উদ্বোধন উপলক্ষে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়।

গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মুস্তফা, গৃণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, রামগতি উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ মিয়া, সহকারী কমিশনার ভূমি সমর কান্তি বসাক প্রমুখ।

মেলায় অন্তত ৩০টি স্টল বসে। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।