ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

উত্তরা এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
উত্তরা এক্সচেঞ্জের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে

ঢাকা: উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে উত্তরার ‘৮৯৫’ এবং ‘৮৯৬’ এক্সচেঞ্জ দু’টি এনজিএন প্রযুক্তির এক্সচেঞ্জ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এর ফলে এ এক্সচেঞ্জের ছয় হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে বিটিসিএল।


 
বিটিসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) জানানো হয়, ৮৯৫ এক্সচেঞ্জের চার হাজার নম্বরের ক্ষেত্রে পূর্বের নম্বর ৮৯৫-xxxx এর শুরুতে ‘৪’ যুক্ত হয়ে নতুন নম্বর  ৪৮৯৫-xxxx আট ডিজিটসম্পন্ন হবে।
 
৮৯৬ এক্সচেঞ্জের দুই হাজার নম্বরের ক্ষেত্রে পূর্বের নম্বর ৮৯৬-xxxx এর শুরুতে ‘৪’ যুক্ত হয়ে ৮৯৬-xxxx এর পরিবর্তে নতুন নম্বর ৪৮৯৫-xxxx আট ডিজিটসম্পন্ন হবে। শেষ চারটি ডিজিট পরিবর্তিত হবে।
 
পরিবর্তন কার্যক্রম ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করে নম্বর পরিবর্তনের সাথে সাথে টেলিফোন কলের মাধ্যমে গ্রাহককে নতুন নম্বর জানিয়ে দেওয়া হবে।
 
এছাড়া পরিবর্তিত নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইটে (www.btcl.com.bd) এবং বিটিসিএল উত্তরা কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
 
পরিবর্তিত নম্বর জানার জন্য জরুরি প্রয়োজনে গ্রাহকরা বিটিসিএলের কল সেন্টারের ‘১৬৪০২’  অথবা অফিস সময়ে ৮৯৩১১৯৯ ও ৫৮৯৫৪২৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।