ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘গিয়ার ভিআর’ দিয়ে স্যামসাং’র ইভেন্ট উপভোগ!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৬
‘গিয়ার ভিআর’ দিয়ে স্যামসাং’র ইভেন্ট উপভোগ! ছবি: সংগৃহীত

যদিও স্যামসাং’র ইভেন্ট ঘিরে প্রতিনিয়তই প্রকাশ হচ্ছে চমকপ্রদ সব খবর। এর পরেও এ বছরের ইভেন্টে কি আনছে তারা, এমন প্রশ্ন রয়েছে প্রযুক্তি দুনিয়ার মানুষের মনে।



তবে ‘গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ’র নাম শুরু থেকেই আলোচিত বলে অনেকেই এখন নিশ্চিত বার্সেলোনায় আয়োজিত ইভেন্টে উন্মোচিত হচ্ছে এগুলো।

এদিকে ইভেন্টের দিন একেবারে কাছে, আর শেষ সময়ে চমক জাগানো তথ্য প্রকাশ হয়েছে এক প্রতিবেদনে।

তথ্য অনুযায়ী, নতুন পণ্যের ‘গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ’ মোড়ক উন্মোচনের পাশাপাশি অতিথিদের জন্য আরো আকর্ষন রেখেছে স্যামসাং।  

ইভেন্ট সম্পর্কে আলোচকরা বলছেন যে স্যামসাং’র এ আয়োজন কখনও বিফলে যায়নি। বিশেষ কিছু প্রস্ত্ততি থাকায় সফলতা দেখে আসছে তারা। এ বছরেও এর ব্যতয় ঘটবেনা।

সবসময়ের তুলনায় এবারের ইভেন্টে থা্কছে বিশেষ চমক। এই প্রথমবার প্রত্যেকে ভার্চূয়াল রিয়েলিটি মাধ্যমে নতুন পণ্যগুলো দেখার সুযোগ পাবে। ইভেন্টটি ৩৬০ ডিগ্রী অ্যাঙ্গেলে অডিটরিয়ামের যে কোনো প্রান্ত থেকে ইচ্ছেমতো উপভোগ করা যাবে।

এক্ষেত্রে ব্যবহারকারীদের গিয়ার ভিআর ব্যবহারের সুযোগ দিতে চাই স্যামসাং এমনটা ধারণা করা হচ্ছে।

তবে ডিভাইসটি না থাকলেও গুগল কাডবোর্ড বা পিসি ব্যবহার করা যাবে এমন তথ্যও জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, ফেব্রয়ারি ২০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।