ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিনোদন পণ্য ব্যবহারে বাড়ছে সড়ক দুর্ঘটনা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৮, আগস্ট ৭, ২০১০
বিনোদন পণ্য ব্যবহারে বাড়ছে সড়ক দুর্ঘটনা

ব্রিটেন এর সড়ক পথে ইলেকট্রনিক পণ্য ব্যবহারে প্রতিদিন গড়ে ১৭টি দুর্ঘটনা ঘটছে। আইপড, মোবাইল, এমপিথ্রি ছাড়াও বিনোদনকেন্দ্রিক ইলেকট্রনিক পণ্য ব্যবহারে সড়ক দুর্ঘটনা হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেনের এএ নামক বীমা প্রতিষ্ঠান।

গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা শতকার ৫ ভাগ বেড়েছে। এএ বীমা প্রতিষ্ঠানের সভাপতি অ্যাডমুন্ড কিং জানান, রাস্তায় পথচারীদের বিনোদন পণ্য ব্যবহারে অসচেতনার কারণেই এ দুর্ঘটনাগুলো ঘটছে। অন্যদিকে গাড়িচালকদের মোবাইলে কথা বলা বা গাড়িতে উচ্চ শব্দে গান শোনায় তারা গাড়ি চালনায় অমনোযোগী হয়ে পড়েন। ফলে দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই রাস্তায় চলার সময় ডিজিটাল বিনোদন পণ্য ব্যবহারে ব্যক্তি সচেতন হলে অনেক দুর্ঘটনাই এড়িয়ে যাওয়া সম্ভব বলে অ্যাডমুন্ড জানান।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।