ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউনিভিউ’র আইআর বুলেট ক্যামেরা দেশের বাজারে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ইউনিভিউ’র আইআর বুলেট ক্যামেরা দেশের বাজারে

ইউনিভিউ ব্র্যান্ডের ২ মেগাপিক্সেল আইআর বুলেট আইপি ক্যামেরা এসেছে দেশের বাজারে। ক্যামেরাটির পরিবেশক কম্পিউটার সিটি টেকনোলজিস লিঃ।


৩.৬ এমএম লেন্স যুক্ত ক্যামেরাটির আইআর ডিসট্যান্স সর্বোচ্চ ৩০ মিটার।

এটি ৩০ এফপিএস’এ (ফ্রেম পার সেকেন্ড)  ১৯২০ বাই ১০৮০পিক্সেল ভিডিও আউটপুট দিয়ে থাকে।

এছাড়া অন্তর্ভূক্ত রয়েছে দিবা/রাত্রি ফাংশনালিটি, লো-লাইট সারভেইল্যান্স, ত্রিমাত্রিক ডিএনআর (ডিজিটালনয়েজ রিডাকশন), ট্রিপল স্ট্রিমকম্প্রেশন, আরওআই (রিজিওন অফ ইন্টারেস্ট), ৯:১৬ করিডোর মোড, এবং কাস্টমাইজড ওএসডি।

পিওই ও ডিসি ১২ ভোল্ট পাওয়ার সাপ্লাই সাপোর্টেড ক্যামেরাটি সম্পূর্ণ ওয়েদার প্রুফ। দেশের বাজারে IPC222ER-F36   মডেলটি পাওয়া যাবে ১২,৫০০ টাকায়।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।