ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ‘ডেটাসফট’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের ‘ডেটাসফট’

স্পেনের বার্সেলোনায় ২২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১৬।

মোবাইল শিল্প নিয়ে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ ৪ দিনের এই আসরে বাংলাদেশ থেকে অংশগ্রহন করছে দেশের অন্যতম আইটি কোম্পানি ডেটাসফট।

এ বছর এমডব্লিউসি’তে বাংলাদেশ থেকে ডেটাসফটের অংশগ্রহনের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা।

জিএসএমএ  এর বাৎসরিক এই আয়োজনে বিশ্বের নামকরা মোবাইল নির্মাতা, মোবাইল অপারেটর এবং তথ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলো নিজেদের সেরা সব পণ্য নিয়ে হাজির হয়ে থাকে।

সেই সারিতে নিজেদের তৈরি মোবাইল অ্যাপ্লিকেশন, সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা তুলে ধরবে বাংলাদেশি আইটি কোম্পানি ডেটাসফট। তথ্যপ্রযুক্তি খাতে প্রতিষ্ঠানটি কেবল দেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করে চলেছে।

জানা গেছে, ডেটাসফটের ব্যবস্থাপনা পরিচালক ও বেসিসের সাবেক প্রেসিডেন্ট মাহবুব জামান এবং সিইও এম মনজুর মাহমুদ প্রদর্শনীতে উপস্থিত থাকছেন।

বাংলাদেশ সময়: ০৩৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এসজেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।