ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের জন্য ‘৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
শিক্ষার্থীদের জন্য ‘৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান’

ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে তার উপরের ক্লাসের শিক্ষার্থীদের জন্য  উপযোগী করে লেখা  ‘৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান’ নামের বইটি  প্রকাশিত হয়েছে।

তামিম শাহরিয়ার সুবিন, তাহমিদ রাফি ও তামান্না নিশাত রিনির লেখা  এই বইটি সেসব শিক্ষার্থীদের প্রোগ্রামিং ভিত্তি আরো দৃঢ় করতে সাহায্য করবে যারা নতুন নতুন সি প্রোগ্রামিং শিখেছে।



৫২টি প্রোগ্রামিং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে এতে। শিক্ষার্থীরা বইয়ের সমস্যাগুলো সমাধান করে যাচাই করতে পারবে http://cpbook.subeen.com  ওয়েবসাইটে।

দ্বিমিক প্রকাশনী প্রকাশিত ‘৫২টি প্রোগ্রামিং সমস্যা ও সমাধান’ নীলক্ষেতের নিউ হক লাইব্রেরীতে  পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি ডট কম (rokomari.com)  মাধ্যমে বাংলাদেশের যেকোনো জায়গা থেকে বইটি কেনা যাবে , মূল্য ২৪০ টাকা।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।