ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টেলিযোগাযোগ খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
টেলিযোগাযোগ খাতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-থাইল্যান্ড ছবি : সংগৃহীত

ঢাকা: ডিজিটাল দেশ নির্মাণ, মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ ও থাইল্যান্ড একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার (০৩ মার্চ) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ড. উত্তম সাভায়নার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।



এ বিষয়ে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়েও একমত হয় দু’দেশ। বৈঠকে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকারের প্রশংসা করেন থাই মন্ত্রী।

২০০৮ সালে শেখ হাসিনার সরকার ক্ষমতা আসার পর মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১৪ থেকে ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। ইন্টারনেট ব্যবহারের হারও বেড়েছে ১০ থেকে ৩৫ শতাংশ। সরকারের এসব সাফল্যের কথা তুলে ধরেন তারানা হালিম।

এ সময় রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকে বিনিয়োগের জন্য থাই মন্ত্রীকে আমন্ত্রণ জানান তারানা। অবকাঠামোগত উন্নয়নেও থাইল্যান্ডের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
 
বৈঠকে প্রযুক্তিমন্ত্রী ড. সাভাইয়ানা থাইল্যান্ডের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দুই দেশের টেলিকমিউনিকেশন খাতে একসঙ্গে কাজ করার জন্য একটি চুক্তিও স্বাক্ষর হয়।

থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম বৈঠকে উপস্থিত ছিলেন।

দুই দিনের সফরে এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির সেক্রেটারি জেনারেলের সঙ্গেও দেখা করেন প্রতিমন্ত্রী তারানা। চলতি বছর অক্টোবর মাসে ঢাকায় অনুষ্ঠেয় ১৭তম সাউথ এশিয়ার টেলিকমিউনিকেশস রেগুলেশন কাউন্সিল মিটিং নিয়ে আলোচনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
জেপি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।