ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউআইইউ’তে ‘সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল ওমেন ডে’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
ইউআইইউ’তে ‘সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল ওমেন ডে’

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে “সেলিব্রেশন অব ইন্টারন্যাশনাল ওমেন ডে”।

বিশ্ব নারী দিবস উপলক্ষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে
তিনটি প্যানেলে বিভক্ত আলোচনার প্রথম প্যানেলে নারী উদ্যোক্তারা নিজেদের কথা তুলে ধরেন। এ আলোচনায় উঠে আসে নারী উদ্যোক্তাদের ব্যবসায় শুরুর গল্প, বাধা, এবং সম্ভাবনার কথা।

ই-ক্যাব কার্যনির্বাহী পরিচালক নাছিমা আক্তার নিসার সঞ্চালনায় দ্বিতীয় প্যানেল আলোচনায় মুলত বাংলাদেশের বিভিন্ন খাতের সফল নারীরা নিজেদের কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘নারীরা ব্যবসা করছে, পাহাড়ের চূড়ায় উঠছে, সামরিক বাহিনীতে কাজ করছে, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনছে, খেলাধুলায় অংশ নিয়ে সোনা ছিনিয়ে আনছে।

সর্বশেষ প্যানেল আলোচনায় সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, ‘কৃষি সকল শিল্পের মা। এই কৃষি শুরু হয়েছিল নারীদের হাত ধরে। প্রথম ইসলাম ধর্মও গ্রহণ করেন একজন নারী। বিদেশে বলা হয়ে থাকে নতুন ব্যবসায় শুরু করার আগে তোমার পার্টনারের (স্ত্রীর) সাথে আলোচনা করে নাও।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ই-ক্যাব প্রেসিডেন্ট রাজিব আহমেদ, ই-ক্যাব জেনারেল সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল, প্রেসিডেন্ট অফিসের সচিব বলেন ভুঁইয়া শফিকুল ইসলাম।

এসময় তারা জানান, এই মুহূর্তে এক হাজারের বেশি ই-কমার্স ওয়েব সাইট, সাত হাজারের বেশি ব্যবসায় ফেসবুক পেইজ এবং ই-ক্যাবের সদস্য মোট ৩৫০। সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ই-কমার্স এর জন্য একটি নীতিমালা তৈরিরও চেষ্টা চলছে। আগামীতে শুধুমাত্র নারীদের নিয়ে একটি মেলার আয়োজন করবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।