গুগল সম্প্রতি সামজিক অ্যাপলিকেশন নির্মাতা সøাইড ও অনলাইন গেম সেবাদাতা জিঙ্গা প্রতিষ্ঠান দুটি কিনে নিয়েছে। গুগল এর সামাজিক নেটওয়ার্কিং সাইট ‘বাজ’ কে আরও আকর্ষণীয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বাজ এর মানোন্নয়নে অনলাইন গেম অন্তর্ভুক্ত করতে জিঙ্গা এ ১০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজ এর সঙ্গে প্রতিষ্ঠান দুটি যুক্ত হওয়ায় গুগল ভোক্তাদের কাছে আরও জনপ্রিয় হবে। কারণ প্রচলিত যেসব সেবা বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং সাইটে আছে তা বাজ এ থাকলে খুব শিগগির তা সবার কাছে জনপ্রিয় হবে।
উল্লেখ্য, এ মুহূর্তে বিশ্বে ২০ কোটি জিমেইল ভোক্তা আছে। ইচ্ছে করলে গুগল এর সব ভোক্তাই বাজ এর সুফল উপভোগ করার তাৎক্ষণিক সুযোগ পাবেন।
বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০