ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল কিনে নিয়েছে গেম নেটওয়ার্ক জিঙ্গা

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০
গুগল কিনে নিয়েছে গেম নেটওয়ার্ক জিঙ্গা

গুগল সম্প্রতি সামজিক অ্যাপলিকেশন নির্মাতা সøাইড ও অনলাইন গেম সেবাদাতা জিঙ্গা প্রতিষ্ঠান দুটি কিনে নিয়েছে। গুগল এর সামাজিক নেটওয়ার্কিং সাইট ‘বাজ’ কে আরও আকর্ষণীয় করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ মুহূর্তে বেশকিছু নতুন বৈশিষ্ট্য ও অনলাইন গেম বাজ এ যুক্ত করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে।

বাজ এর মানোন্নয়নে অনলাইন গেম অন্তর্ভুক্ত করতে জিঙ্গা এ ১০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাজ এর সঙ্গে প্রতিষ্ঠান দুটি যুক্ত হওয়ায় গুগল ভোক্তাদের কাছে আরও জনপ্রিয় হবে। কারণ প্রচলিত যেসব সেবা বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং সাইটে আছে তা বাজ এ থাকলে খুব শিগগির তা সবার কাছে জনপ্রিয় হবে।

উল্লেখ্য, এ মুহূর্তে বিশ্বে ২০ কোটি জিমেইল ভোক্তা আছে। ইচ্ছে করলে গুগল এর সব ভোক্তাই বাজ এর সুফল উপভোগ করার তাৎক্ষণিক সুযোগ পাবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।