ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ঈদের আগেই চালু হচ্ছে জেলাভিত্তিক সাইট

আরিফ আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০

ঈদের আগেই চালু করা হচ্ছে তথ্য কমিশনের জাতীয় তথ্যকোষ এবং জেলাভিত্তিক তথ্যের সাইট। কমিশন এতে এসএমএস ও ইমেইলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য বিনিময় সুবিধা দেবে বলে সূত্র জানিয়েছে।

১২ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে গত ৪ মাসে তথ্য কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরার সময় এসব কথা বলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির।

এ সময় তিনি রাষ্ট্রপতিকে তথ্য কমিশন এর নির্মাণাধীন ওয়েবসাইট প্রদর্শন করেন। এ সাইটের মাধ্যমে জনগণ কিভাবে উপকৃত হবে তাও উপস্থাপন করেন।

প্রধান তথ্য কমিশনার জানান, রাষ্ট্রপতি দণি এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি তথ্যনির্ভর ডেটা ব্যাংক তৈরির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময় : ১৬৩৫ ঘন্টা, আগস্ট ১২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।