ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সরকারি যান চালকরা পেলেন টেলিটক সিম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
সরকারি যান চালকরা পেলেন টেলিটক সিম

ঢাকা: সরকারি যানবাহন অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীসহ চালক ও টেকনিশিয়ানদের মধ্যে করপোরেট সিম বিতরণ করেছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক।
 
বুধবার (০৫ অক্টোবর) রাজধানীর আব্দুল গণি রোডে যানবাহন অধিদফতরের প্রশিক্ষণ কেন্দ্রে টেলিটকের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক চুক্তি এবং সিম বিতরণ করা হয়।


 
সরকারি যানবাহন অধিদফতরের কমিশনার মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদ চুক্তিতে সই করেন। পরে আনুষ্ঠানিকভাবে টেলিটকের এমডি একটি সিম হস্তান্তর করেন।
 
চুক্তির আওতায় ঢাকায় চালক ও টেকনিশিয়ানসহ প্রায় ৬শ’ এবং ঢাকার বাইরে জেলা-উপজেলায় আরও ১২শ’ জন টেলিটকের সিমের করপোরেট সুবিধার আওতায় আসবেন।
 
টেলিটকের সিম প্রাপ্তির মাধ্যমে অধিদফতরের চালক ও টেকনিশিয়ানদের আর্থিক সাশ্রয় এবং যোগাযোগ সহজ হবে বলে জানান সংস্থার কমিশনার শাহাবুদ্দীন আহমেদ।
 
যানবাহন অধিদফতরের মতো সরকারি সব পর্যায়ের সংস্থাকে টেলিটকের করপোরেট সেবার আওতায় নিয়ে আসার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান টেলিটক এমডি।
 
তিনি বলেন, সরকারি দফতর, সংস্থাগুলোর মধ্যে টেলিটকের সেবা পৌঁছে দিতে এটুআই’র সঙ্গে কাজ চলছে। টেলিটকের নেটওয়ার্ক আরও শক্তিশালী এবং ইউনিয়ন পর্যায়ে থ্রিজি সেবা নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এমএনপি (এক নম্বরে অন্য অপারেটরের সেবা) চালু হলে মানুষ টেলিটকের সেবায় আসবেন।
 
রাষ্ট্রায়ত্ত অপারেট টেলিটকের কল ও ভয়েস রেট সাশ্রয়ী এবং কোনো হিডেন চার্জ নেই উল্লেখ করে তিনি দেশের ফোন ব্যবহারের আহ্বান জানান।
 
সরকারি যানবাহন অধিদফতরের পরিচালক (নৌ) ছাদেক মো. আতহার, পরিচালক (সড়ক) শফিকুজ্জামান, টেলিটকের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড ভ্যাস) হাবিবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।