ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ক্যারিয়ার ক্লিনিক’ শীর্ষক কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
‘ক্যারিয়ার ক্লিনিক’ শীর্ষক কর্মশালা

‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ এবং ‘বিডি জবস ডট কম’ যৌথভাবে ‘ক্যারিয়ার ক্লিনিক’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করে।

মঙ্গলবার (১০ অক্টোবর) ‘ইএমকে সেন্টার’এ অনুষ্ঠিত এই ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ‘বিডি জবস ডট কম লিমিটেড’ এর সেলস এজিএম মোহাম্মদ আনামুল হাসান এনাম।

তিনি তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে চাকুরির জন্য প্রফেশনাল সিভি তৈরির নিয়ম, ভাইভা বোর্ডে একজন প্রার্থীর আচরণ, প্রফেশনাল এথিকস এবং ম্যানার বিষয় নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীদের সাথে। অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন এনাম।

আয়োজক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ও ‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’ এর প্রধান আরিফুল হাসান অপু অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবন শেষ করে চাকুরি জীবনে প্রবেশের সময় আমাদের দেশের শিক্ষার্থীরা যেসব সমস্যার সম্মুখীন হয় তার সমাধান কিভাবে হতে পারে, এই বিষয়ে বাস্তব ধারণা দেয়ার জন্যই এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

তিনি জানান, ছাত্রছাত্রীরা যেন কর্মজীবনে সহজে প্রবেশ করতে পারে এ লক্ষে ‘বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরাম’ ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আবারও করবে।
এই ওয়ার্কশপ অংশগ্রহণকারীদের চাকুরির প্রস্তুতি গ্রহণে যথেষ্ট সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইএমকে সেন্টারের প্রধান আরেফ, এলাইসিটি এর কম্পোনেন্ট টীম লিডার সামী আহমেদ।
‘স্পেস অ্যাপ্স বাংলাদেশ’ এবং ‘ইএমকে সেন্টার’ ওয়ার্কশপ আয়োজনে সহযোগিতা করে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।