ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিভিন্ন সেবা নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডে বিটবার্ডস

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
বিভিন্ন সেবা নিয়ে ডিজিটাল ওয়ার্ল্ডে বিটবার্ডস

আজ  (১৯ অক্টোবর) থেকে শুরু হলো দেশের সর্ব বৃহৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’।

চতুর্থ বারের এ আয়োজন করা হয়েছে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি)।

তিন দিনের ‘ডিজিটাল ওয়ার্ল্ডে’ নানা অফার নিয়ে অংশগ্রহন করেছে দেশের শীর্ষ পর্যায়ের আইটি কোম্পানিগুলো।  

মেলায় দর্শনার্থী ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা গ্রহণকারীদের জন্য বিটবার্ডস সলিউশনসের পক্ষ থেকে রয়েছে ফ্রি আইটি হেলথ চেকআপ। পাশাপাশি আরো অনেক আকর্ষনীয় অফার এনেছে তারা।  

যেমন বিটবার্ডস সলিউশনসের রিসেলার হোস্টিং সেবায় ৫০ শতাংশ মূল্য ছাড় সহ অন্যান্য সেবায় বিশেষ মূল্য ছাড় ও বাড়তি সুবিধা রয়েছে।

আইসিসিবি’র ৩ নাম্বার হলের ১১ নাম্বার স্টল থেকে এসব সুবিধা পেতে নিবন্ধন করতে হবে গ্রাহকদের।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আলী আসগর পাভেল বলেন, আমরা নতুন এই সেবার মাধ্যমে সেবা গ্রহণকারীদের শুধু যে সেবা দিচ্ছি আসলে তা নয়। আমরা চেষ্টা করছি প্রত্যেকটি প্রতিষ্ঠানের আইটি সমস্যা এবং আইটি যে ভয় রয়েছে তা কাটাতে।

তাই আমরা বলছি, বিটবার্ডস সলিউশনস আপনার আইটি ডিপার্টমেন্ট।
 
এই সেবার আওতায় কম্পিউটার সফটওয়্যার ইনস্টলেশন ও ব্যবস্থাপনা থেকে শুরু করে সার্ভার ইনস্টলেশন, ব্যবস্থাপনা, অনলাইন নিরাপত্তা, নেটওয়ার্কিং, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন সহ যাবতীয় সেবা রয়েছে।

উল্লেখ্য, দেশের অন্যতম সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবাদাতা প্রতিষ্ঠান বিডবার্ডস সলিউশনস ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, সিআরএম, ক্লাউড, হোস্টিং ও ডোমেইন নিবন্ধন, ডিজিটাল মার্কেটিংসহ বেশ কিছু সেবা দিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।