ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আমলাতন্ত্রে নেতৃত্ব গড়ে ওঠে নাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
‘আমলাতন্ত্রে নেতৃত্ব গড়ে ওঠে নাই’ ছবি: কাশেম হারুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আমাদের আমলাতন্ত্রের নেতৃত্বে জটিলতা রয়েছে, আমলাতন্ত্রে নেতৃত্ব গড়ে ওঠে নাই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ডিজিটাল ওয়ার্ল্ন্ডে এ মন্তব্য করেন তিনি।

নসরুল হামিদ বলেন, আমলাতন্ত্রের জটিলতার কারণে আমরা অনেক পিছিয়ে পড়েছি। আমলাতন্ত্রে নেতৃত্ব গড়ে ওঠে নাই। সরকার আমাদের অনেক সুবিধা দিয়েছে। কিন্তু আমরা এর সঠিক ব্যবহার করতে পারছি না। আমাদের উচিত এর সঠিক ব্যবহার করা।

২০১২ সালে প্রথমবারের মতো তথ্য প্রযুক্তির ডিজিটাল ওয়ার্ল্ন্ডের যাত্রা শুরু হয়। ২০১৩ সালে ইভেন্টের আয়োজন হয়নি। ২০১৪ সালে এটিকে আন্তর্জাতিক রূপ দেওয়া হয়। এরপর ২০১৫ সালেও সফলভাবে আয়োজনের পর এবার আরও বড় পরিসরে আয়োজিত হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ন্ড।

ডিজিটাল ওয়ার্ল্ন্ডের প্রস্তাবিত বাজেট নয় কোটি টাকা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।

**দ্বিতীয় দিনে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬

আরএটি/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।