ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

প্রযুক্তিপ্রেমীদের মিলন-মেলায় পরিণত আইসিসিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
প্রযুক্তিপ্রেমীদের মিলন-মেলায় পরিণত আইসিসিবি ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইয়া হক। কম্পিউটার বিজ্ঞানে অনার্স করছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নিয়ে আগ্রহের শেষ নেই তার। আর এজন্য দেশের সবচেয়ে বড় আয়োজন ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ ইন্টারন্যাশনাল কনফারেন্স সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এসেছেন।
 
শুধু সুমাইয়া নন, এমন শত শত শিক্ষার্থী তথ্য প্রযুক্তির সমাহার দেখতে ও জানতে এসেছেন এখানে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) চলছে এ আয়োজনের দ্বিতীয় দিন। বেলা ১১টার দিকে মেলা শুরু হওয়ার পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে আসতে থাকেন নানা-শ্রেণি পেশা আর বয়সী প্রযুক্তিপ্রেমীরা। বেলা বাড়ার বাড়ার সঙ্গে বাড়ছে লোকসমাগমও।
 
চুয়াডাঙ্গা থেকে এসেছেন বাদল রায়। একটি স্কুলের পদার্থ বিজ্ঞানের শিক্ষক। বলেন, শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে এই ধরণের আয়োজন থেকে প্রাপ্ত জ্ঞান অনেক কাজে দেয়। এছাড়া নিজেও প্রযুক্তিপণ্য দেখে পুলকিত হই। তাই এখানে আসা।
 
সমাজকর্মী রুনা আক্তার বলেন, অটিজমদের নিয়ে একটি সেমিনারে অংশ নিতে এসেছিলাম। এক্ষেত্রে প্রযুক্তির সাহায্যে অটিজমদের কিভাবে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায় সেটা জানাই ছিল মূল লক্ষ্য।

 
এছাড়া প্রযুক্তির প্রতি ক্ষুদে শিক্ষার্থীদের আগ্রহেরও শেষ নেই। ধানমন্ডি থেকে মায়ের সঙ্গে এসেছেন সালমান চৌধুরী। ক্লাস ফাইভের এই শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, বিভিন্ন সফটওয়্যার দেখতে মেলায় এসেছি। বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই।

এদিকে ব্যাপক লোকসমাগম হওয়ায় মেলার স্টলগুলোতে বইছে আনন্দের ঝিলিক। কেননা, এখানে সরাসরি তেমন কোনো প্রোডাক্ট বিক্রি না হলেও মার্কেটিংয়ের একটা ব্যাপক সুযোগ তৈরি হয়েছে। রিভ সিস্টেমের প্রধান নির্বাহী আজমত ইকবাল বাংলানিউজকে বলেন, মেলায় প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে। দর্শনার্থী এসে পণ্যের গুণাগুণ জানছেন।
 
দেশে চতুর্থবারের মতো এ আয়োজনে ৪শ’র মতো দেশি-বিদেশি স্টল অংশ নিয়েছে। এছাড়া বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখছেন পৃথিবীর খ্যাত নামা তথ্য-প্রযুক্তি সংশ্লিষ্টরা। শুক্রবার রাত আটটায় তিনদিন ব্যাপী এ আয়োজনের পর্দা নামবে।
 
আইসিটি বিভাগ আয়োজিত এবারের ডিজিটাল ওয়ার্ল্ডে সহযোগিতা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।

** গেমসে ২৫ মার্চের কালো রাত
** হোস্টিং কিনলে ডোমেইন ফ্রি
** দ্বিতীয় দিনে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
ইইউডি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।