ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গন্তব্য আইসিসি,বি-শেষদিনের ডিজিটাল ওয়ার্ল্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
গন্তব্য আইসিসি,বি-শেষদিনের ডিজিটাল ওয়ার্ল্ড ছবি: সুমন শেখ-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসি,বি) চলছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক দেশের সবচেয়ে বড় মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’।

বেলা ১১টার দিকে শুরু হওয়া এ মেলার পর্দা নামবে শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টায়।



গত ১৯ অক্টোবর শুরু হওয়া মেলাটি এবার চতুর্থবারের মতো আয়োজন করেছে সরকারের আইসিটি বিভাগ। এদিনও দেশি-বিদেশি বক্তাদের নিয়ে ৫টি সেমিনার অনুষ্ঠিত হবে। প্রায় ৪শ’ প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। এছাড়া সরকারে ৪০টি মন্ত্রণালয়ও তাদের প্রযুক্তিগত সেবার নানাদিক তুলে ধরবে। প্রায় ৫ লাখ দর্শনার্থীর কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণ হিসেবে পুরো আইসিসি,বি সাজানো হয়েছে।
গত দুই দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রযুক্তি প্রেমীরা এসেছেন ডিজিটাল ওয়ার্ল্ডে। অংশ নিয়েছেন দেশি-বিদেশি আইসিটি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও নানা বয়সী শিক্ষার্থীর।

আয়োজক, অংশগ্রহণকারীরা আইসিটি খাত নিয়ে প্রত্যেকেই জানালেন তাদের আশার কথা।

ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ আয়োজনে সহযোগিতা করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ উইমেন ইন ইনফরমেশন টেকনোলজি, সিটিও ফোরাম বাংলাদেশ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
ইইউডি/এটি

**
কোনো হুমকিকেই চ্যালেঞ্জ মনে করছি না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।