ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইফোনেও গুগল ম্যাপে খাবার অর্ডার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
আইফোনেও গুগল ম্যাপে খাবার অর্ডার

অ্যান্ড্রয়েডের পর এবার আইফোন ব্যবহারকারীদের জন্যও গুগল তাদের ম্যাপ সেবায় নতুনত্ব এনেছে। ব্যবহারকারীরা যাতে যে কোনো সময় পছন্দের খাবার সরাসরি ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন, সেজন্য গুগল ম্যাপে নতুন ফিচার যোগ করা হয়েছে।

এজন্য বেশ কিছু খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে গুগল অংশীদারীত্ব করেছে, যা ব্যবহারকারীদের অনেক বেশি সাহায্য করতে পারবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি গুগল আইওএস প্লাটফর্মে তাদের ম্যাপস অ্যাপের জন্য আরো একটি আপডেট আনল। যার ফলে গুগল ম্যাপস অ্যাপ থেকে সরাসরি খাবার অর্ডার করা যাবে।

সুবিধাটি পেতে ব্যবহারকারীদের এক্সপ্লোর ম্যানুতে যেতে হবে। অবশ্য, এটা জেনে রাখা ভাল যে বর্তমানে নির্দিষ্ট কিছু দেশে ফিচারটি ছাড়া হয়েছে। তবে পাশ্ববর্তী দেশ ভারত সবকিছু আগেভাগে পেলেও নতুন এই ফিচারটি প্রাপ্ত দেশের তালিকায় এখনও তাদের নাম উঠেনি।

ইতিমধ্যে যে সমস্ত দেশ ফিচারটি লাভ করেছে ঐ সব দেশের ব্যবহারকারীরা ‘বেস্ট লাঞ্চ অথবা চিপ ইটস’ এর মতো নতুন ক্যাটাগরি খুজে পাবে এক্সপ্লোর ম্যানুতে। এজন্য  রেস্টুরেন্টগুলোর তালিকা এবং লিংকে ক্লিক করতে হবে।

যারা সাধারণত অর্ডার গ্রহণ করে, এছাড়াও আশপাশের রেস্টুরেন্ট কার্ড ফর্মে প্রদর্শিত হবে এবং মূল্য, রিভিউ রেটিং এবং কতক্ষণে  তা খোলা হবে তার তথ্য জানতে পারবেন ব্যবহারকারীরা।

আপডেটটি সম্পর্কে আরো বলা হয়, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এ বিষয়ে বেশ ভাল অভিজ্ঞতা রয়েছে। এখন সময় এসেছে এটা আইওএস ব্যবহারেকারীদের উপভোগের।

গ্রাবহাব এবং সিমলেস এর মতো ফুড ডেলিভারি কোম্পানির সাথে যুক্ত হয়েছে সার্চ জায়ান্ট। তাই এসব প্রতিষ্ঠান নতুন এবং বিশেষ এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের আরো চমৎকারভাবে সেবা দিতে পারবে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।