ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রথমবার নারী সভাপতি নির্বাচিত

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থায় প্রথমবার নারী সভাপতি নির্বাচিত

তথ্যপ্রযুক্তির বিশ্ব সংস্থা ‘ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন তাইওয়ানের ইভোনে চিউ ।

২০১৬-১৮ মেয়াদের জন্য নির্বাচিত তিনিই হচ্ছেন উইটসার প্রথম নারী সভাপতি।

ইভোনে চিউ ‘ইনফরমেশন সার্ভিস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব তাইওয়ান’  (সিআইএসএ)-এরও সভাপতি। একই সঙ্গে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রাক্তন সভাপতি।

সভাপতি নির্বাচিত হওয়ার আগে উইটসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইভোনে চিউ। নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি বলেন, ‘পরবর্তী দুই বছরের জন্য বিশ্ব আইটি সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে আমি আনন্দিত। তথ্যপ্রযুক্তি খাতে উইটসাকে আমি আরো এগিয়ে নিয়ে যাবো। ’ সংগঠনের দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহায়তাও কামনা করেন তিনি।

সম্প্রতি উইটসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২ অক্টোবর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত উইটসার সাধারণ অধিবেশন ও পরিচালনা পর্ষদের সভায় ২০১৬-১৮ মেয়াদের কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিসিএস সভাপতি আলী আশফাক এবং পরিচালনা পর্ষদের সভায় অংশগ্রহণ করেন উইটসা পরিচালক সবুর খান।

৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত একই স্থানে বিশ্বের তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি’ আয়োজন করে সংস্থাটি। এই সম্মেলনে বাংলাদেশের আইসিটি ডিভিশন, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বিসিএস থেকে ২৪ জনের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।